
রংপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের।
শুক্রবার বিকেলে সুরভি উদ্যান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক এনামূল হাবীব। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত সরকার, তুষার কান্তি মন্ডল, ধীমান ভট্টাচার্য় প্রমুখ।
মুলাটোল দীঘির পাড় ও ডিমলা মন্দির দীঘির পাড়ে বিসর্জন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলখানা ঘাট, চরেরহাট, দৌলতপুর ও রেলীগেটে মহানগরীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। বিসর্জনের আগে নারীরা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরান এবং মিষ্টিমুখ করান। পরে মন্দিরে আগত নারীরা একে অপরের সিঁথিতে সিঁদুর বিনিময় করেন। এরপর বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাকে করে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যোগ দেন পুণ্যার্থীরা। মুলাটোল দীঘির পাড় ও ডিমলা মন্দির দীঘির পাড়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শোভাযাত্রা শেষ হয়।