
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মো. আমির হোসেন (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী মো. আমির হোসেন উপজেলার আড়াইবাড়িয়া-মাইপরশ পাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
বুধবার সন্ধ্যায় উপজেলার নতুন বাজারের কেন্দ্রীয় ঈদগাহের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ব্যবসায়ী আমির হোসেন নতুন বাজারের ঈদগাহের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।