
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর বাজারের মনোহরপট্টির মনির টেলিকম এর মালিক মোঃ মনিরুজ্জামান (৩৬) কে তার দোকান থেকে ৪০ হাজার জাল টাকাসহ আটক করেছে র্যাব মাদারীপুর-৮।
আটক মনির পৌর সদরের কলেজপাড় দাড়িয়ারমাঠ গ্রামের মৃত্যু আঃ রব মাতুব্বরের ছেলে। সে মোবাইল সার্ভিসিং ও ফ্লেক্সি লোডের ব্যবসা করে।
বুধবার রাত ৯ টায় র্যাব ডি এ ডি ইউনুস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ২৫এ(বি) ধারায় মামলা দিয়ে ভাঙ্গা থানায় সোপর্দ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর র্যাব-৮ এর অধিনায়ক মোঃ রইসউদ্দিনের নেতৃত্বে একদল র্যাব অভিযান চালিয়ে এক হাজার টাকার ৪০টি নোট সহ মনিরকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে র্যাবের অধিনায়ক মোঃ রইসউদ্দিন বলেন, মনির জাল টাকা দিয়ে সুদের ব্যবসা করে। সে গরীব অসহায় মানুষের নিকট জাল টাকা সরবরাহ করে প্রতারণা করে আসছে। আমরা অনেক আগে থেকে অভিযোগ বিষয়টি নজরে রেখে জাল টাকাসহ হাতেনাতে আটক করি।