
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের আমন্ত্রণে গণভবনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিষয়টি চিঠি দিয়ে গণভবনে জানিয়ে দিয়েছে ঐক্যফ্রন্ট। শুক্রবার (১ ফেব্রুয়ারি) গণভবনে না যাওয়ার সিদ্ধান্তের চিঠি পৌঁছে দিয়েছে ঐক্যফ্রন্টের তিন সদস্যের প্রতিনিধি দল।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. খোরশেদ আলম ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের কাছ থেকে এ চিঠি গ্রহণ করেন।
জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গণভবনে এ চিঠি হস্তান্তর করেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমিরি বেগম ছন্দা ও মিডিয়া প্রধান জাহাঙ্গীর আলম প্রধান।
নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেয়া দলগুলোকে শনিবার গণভবনে চা-চক্রের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপে অংশ নেয়া ঐক্যফ্রন্টের নেতারা গত ২৬ জানুয়ারি এ দাওয়াতের চিঠি পান। তবে চিঠি পাওয়ার পর থেকেই তারা চা-চক্রে যাবেন না বলে জানিয়ে আসছেন।