.jpg)
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর উত্তর বাজারে সোমবার শেষ বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে কাসেমুল উলুম এতিমখানা ও তৎসংলগ্ন ১টি আধাপাকা মসজিদসহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দোকানগুলোর মধ্যে রয়েছে মোবাইল ফোন, টেলিভিশনের শো-রুম, ফ্লেক্সিলোড, বিকাশ, কম্পিউটার, কনফেকশনারি, লাইব্রেরি, মুদি, স্টেশনারি ও লেপ-তোষকের দোকান। অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত দোকানি ও মাদ্রাসা কর্তৃপক্ষ অনুমান করেছেন।
খবর পেয়ে কচুয়া ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। তবে কাসেমুল উলুম এতিমখানার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা ধারণা করছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।