logo
প্রকাশ: ০৬:৩৭:০১ PM, শনিবার, মার্চ ৫, ২০১৬
নতুন ডাইনোসর জীবাশ্মের সন্ধান
অনলাইন ডেস্ক

জাপানের ফুকুই অঞ্চলে নতুন একটি ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে পাওয়া এ প্রজাতির জীবাশ্মের সংখ্যা দাঁড়াল ৭। এর নাম দেয়া হয়েছে ‘ফুকুইভেনাটর প্যারাডক্সাস’। জীবাশ্ম বিশ্লেষকদের মতে, এটি থেরোপড দলের ছোট একটি ডাইনোসর ছিল। দ্বিপদ ডাইনোসরগুলোকে সাধারণত এ দলে ফেলা হয়। ফুকুই প্রিফেকচারাল ডাইনোসর মিউজিয়ামের সূত্র মতে, এ জীবাশ্ম নমুনায় প্রাচীন সব বৈশিষ্ট্যই পাওয়া গেছে। থেরোপডগুলো যখন পাখিতে বিবর্তিত হতে শুরু করে, তখনও ফুকুইভেনাটর প্রজাতির অস্তিত্ব ছিল। তবে ফুকুইভেনাটর পাখিতে রূপান্তরিত হতে ব্যর্থ হয় বলে এক বিশেষজ্ঞ জানিয়েছেন। এ প্রজাতির ডাইনোসরগুলো লম্বায় আড়াই মিটার আর এর ওজন ২৫ কেজির মতো। 
২০০৭ সালের আগস্টে পাওয়া প্রায় ১২ কোটি বছর আগের একটি শিলা স্তরের জীবাশ্ম থেকে সংগৃহীত নমুনা নিয়ে গবেষণার সময় এ আবিষ্কার করা হয়। এর শরীরের ৭০ শতাংশ ভালো অবস্থায় ছিল বলে জানা গেছে। পালক দিয়ে ঢাকা ফুকুইভেনাটরের ঘাড়ে দুইটি কাঁটাওয়ালা কশেরুকা ছিল, যা অন্য কোনো থেরোপডে পাওয়া যায়নি। এ কারণে যেসব প্রজাতির প্রাণী পাখিতে বিবর্তিত হয়েছিল, একে সেগুলোর সঙ্গে সমতুল্য ধরা হয়। লম্বা গলা থাকার কারণে এটি সর্বভুক ছিল বলে বিশ্বাস করা হয়। একই শিলা স্তর থেকে আরও চারটি ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। সূত্র : জাপান টাইমস

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]