logo
প্রকাশ: ১২:২৯:৫৬ PM, শুক্রবার, জানুয়ারী ১১, ২০১৯
২০০ কোটির ক্লাবে ‘সিম্বা’
বিনোদন ডেস্ক

দ্বিতীয় সপ্তাহ এসেই রণবীর সিং অভিনীত ‘সিম্বা’ প্রবেশ করেছে ২০০ কোটির ক্লাবে। মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে ঝড় তোলা রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি মুক্তির ১২তম দিনে আয় করেছে ২০২ কোটি ৮৩ লাখ রুপি।

বলিউড সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানান, ‘সিম্বা’ ডাবল সেঞ্চুরি করেছে। বক্স অফিসে ২০০ কোটি পার করেছে। শিগগিরই এর ব্যবসা কমছে না।

২৮ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি মুক্তির মাত্র তিন দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে। ভারতসহ আন্তর্জাতিক বাজারে ‘সিম্বা’ এখনো ভালো ব্যবসা করছে।

‘সিম্বা’তে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। সারা আলী খান অভিনয় করেছেন তার প্রেমিকার চরিত্রে। অতিথি চরিত্রে অজয় দেবগনের উপস্থিতি সবাইকে চমক দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]