logo
প্রকাশ: ০১:৫১:২৮ AM, শনিবার, জানুয়ারী ১২, ২০১৯
কতিপয় বিচ্ছিন্ন মুহূর্তের টীকা
সৌম্য সালেক

 

১.
নিরন্তর শুষ্কতার বশে আমি এক মরুকাঠ; অথচ ঠান্ডাজলপূর্ণ কিছু পানপাত্র 
এমন অনুকূল জলাধার ভেবে বারবার আমাকেই পান করতে চায় কেন!
২.
ব্যথা ও বাসনার বশে অবিরাম ডানা-ঝাপটাই
আমি এক হৃদয়ের রোগী...
৩.
মন যা ভাবে, মুখে তা বলতে পারি না লাজেÑ
যায় না সেসব লেখা । 
ফলে না তো সবকিছু কাজেÑ
যা কিছু চাইছে হৃদয় নিরবধি...      
৪.
জীবন সমরে ঝড় আসে অগ্নিজ্বালা
কেউ মেঘ রঙধনু কেউ হানে শিলা!
৫.
রমনাপার্কে বৃক্ষদের অবিশ্রাম পাতাঝরা দেখে ভাবনাকুল একদল পরী।
ইস্, ওরা যদি অমৌসুম হতো, অকাল ঋতুর দোষে ফুরাতো না শ্যামল সুরভী, অনাহূত শীত এসে নষ্ট হলো কুঞ্জ-কানন!
কেনো ভাঙে পুষ্পসাজ; কেন এই পাতার রোদন!
প্রেমিকের বাহুডোর থেকে ভাবে ওরা ব্যথাতুর মনে: উত্তরের ঊষর প্রান্ত হতে চুপেচুপে আমি আজ শোনেছি সেসব।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]