logo
প্রকাশ: ০৮:৩১:০৯ AM, সোমবার, অক্টোবর ১৪, ২০১৯
অনলাইন ফিন্যান্স অলিম্পিয়াডে পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী
প্রযুক্তি প্রতিবেদক

অনলাইন ফিন্যান্স অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছেন ৬ শিক্ষার্থী। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে অলম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইডিএলসি ফিন্যান্সের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনলাইনে অর্থনৈতিক কার্যক্রমে আরও বেশি অনুপ্রাণীত ও উদ্বুদ্ধ করবে। দ্বিতীয় চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় দুই গ্রুপ থেকে তিনজন করে পুরস্কার পায়। জুনিয়র গ্রুপে নটর ডেম কলেজের মেহেদি হাসান আসিক প্রথম, আরিফুল হাসান দ্বিতীয় ও ইমতিয়াজ আহমেদ তৃতীয় স্থান লাভ করেন। সিনিয়র গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরিফ মিয়া প্রথম, শহিদুল আলম দ্বিতীয় ও  প্রীতম আজরিন তৃতীয় স্থান লাভ করেন। গত ১৫ সেপ্টেম্বর অলিম্পিয়াডের দ্বিতীয় সিজনের অনলাইন রাউন্ড শুরু হয়। আইডিএলসির পক্ষ থেকে বিজয়ীদের ল্যাপটপ, মোবাইল ফোন, মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের সিইও ও এমডি আরিফ খান ও রবির চিফ করপোরেট অফিসার সাহেদ আলম অন্যদের মধ্যে বক্তৃতা দেন। শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইডিএলসি ও রবি টেন মিনিট স্কুল যৌথভাবে এই অলিম্পিয়াডের আয়োজন করে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]