logo
প্রকাশ: ০২:৪৮:২৬ PM, রবিবার, মে ১৭, ২০২০
এবার ভক্তদের ১০ লাখ টাকা সহায়তা দেবেন অনন্ত জলিল
অনলাইন ডেস্ক

চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল পর্দার বাইরেও মানবিক একজন মানুষ। বিপদে আপদে তিনি ছুটে যান মানুষের পাশে। করোনাভাইরাসের কারণে ঘরবন্দী ও অস্বচ্ছল শিল্পীদের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছেন এই নায়ক ও প্রযোজক। এবার তিনি দাঁড়াবেন তার ভক্তদের পাশে। ৫০০ জন ভক্তকে ১০ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আগামী ২০ মে (২৬ রোজায়) অনন্ত জলিল তার জাকাত ফান্ড থেকে এই অর্থ প্রদান করবেন বলে এক ফেসবুক বার্তায় জানান।

অনন্ত জলিল বলেন, ‘আমার ফ্যানদের জন্য সুখবর। ১০ লাখ টাকা দেওয়া হবে ২৬ রোজাতে। আমার জাকাত ফান্ড থেকে এই টাকা দেওয়া হবে ৫০০ অসচ্ছল ভক্তকে। তাই যারা অসচ্ছল তারাই শুধু আবেদন করবেন।’

এছাড়া অনন্ত এবং বর্ষা গ্রুপে যুক্ত হয়ে ফর্ম পূরণ করতে অসচ্ছল ভক্তদের অনুরোধ করছেন এই চিত্রনায়ক।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে অনন্ত জলিলের ছবি ‘দিন-দ্য ডে’। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। হলিউডি অ্যাকশন ধাঁচের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]