জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে সমাঝোতা হওয়াকে ইতিবাচক ভাবে দেখছেন আহবায়ক, মিডিয়া ও লিয়াজোঁ কমিটি , বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ – এফবিসিসিআই ও প্রেসিডেন্ট, বিসিসিএমইএ জনাব আতিকুর রহমান

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ২০:২০ | অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে সমাঝোতা হওয়াকে ইতিবাচক ভাবে দেখছেন আহবায়ক, মিডিয়া ও লিয়াজোঁ কমিটি , বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ - এফবিসিসিআই ও প্রেসিডেন্ট, বিসিসিএমইএ জনাব আতিকুর রহমান। বর্তমানে ব‍যবসায়ীরা খুবই খারাপ  সময় পার করছে।

বিগত স্বৈরাচারী সরকার দুর্নীতি ও অর্থপাচার করে ব‍্যবসা,বাণিজ‍্য ও ব‍্যাংকিং ব‍্যবস্হা সহ সর্বোপরি দেশের অর্থনীতি কে প্রায় ধ্বংস অবস্থায় রেখে গেছে। বর্তমান অর্ন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মুদ্রাস্ফীতি কমানো সহ দেশের ব‍্যবসা বাণিজ্য কে স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু বর্তমানে দেশী বিদেশী বিনিয়োগ কারীরা অস্হিতিশীল পরিবেশের কারণে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে না। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশটাও ঠিক থাকবে।


রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতি চাপে আছে। নির্বাচন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে সংকট আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই শঙ্কা কিছুটা দূর হয়েছে। আমাদের বিশ্বাস নির্বাচন নিয়ে অচালস্হা দূর হওয়ার মাধ‍যমে ব‍যবসা বাণিজ্যে গতিশীলতা আসবে বলে জানান আতিকুর রহমান।।