নবীন শিক্ষার্থী বরণে প্রস্তুত তিতুমীরের সমিতি ও ক্লাবগুলো

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:২৫ | অনলাইন সংস্করণ

নবীন শিক্ষার্থীদের আনাগোনায় প্রাণবন্ত তিতুমীর কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কলেজের ক্লাসরুম থেকে ফুটপাত, ক্যান্টিন থেকে শাকিল চত্ত্বর। শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেন বাঁধভাঙা, সাথে রয়েছে নতুন বন্ধুত্ব গড়ার উচ্ছলতা এবং ফেলে আসা শহরের হাজারো গল্পচারণ।

নবীন এই শিক্ষার্থীদের বরণ করতে বিভাগগুলোর সাথে প্রস্তুত ক্যাম্পাসের সহ-শিক্ষামূলক বিভিন্ন সংগঠন। কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে চলছে সংগঠনগুলোর বুথ বসিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম।

এদিকে বুথগুলো নিয়ে শিক্ষার্থীদের মাঝেও দেখা যায় অন্যরকম আগ্রহ। সকাল থেকেই বুথগুলোর সামনে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নবীন শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে নিজেদের পছন্দের সংগঠনে যুক্ত হচ্ছে। পুরো আয়োজনটি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও মেধা বিকাশে এই ক্লাবগুলোর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এসব ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও বাস্তব দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে। সাংবাদিকতা, স্বেচ্ছাসেবা, গবেষণা, প্রযুক্তি ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ যেন শুরু করা যায় এখান থেকেই।

পাশাপাশি রয়েছে ভ্রমণ, আবৃত্তি চর্চা, ব্যবসা ভাবনা, শিল্পকলা ও খেলাধুলা নিয়ে আরও বিভিন্ন আয়োজন।

সরকারি তিতুমীর কলেজের বিভিন্ন ক্লাবের সাথে কথা বলে ক্লাবগুলোর কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করেছেন খন্দকার মাহফুজুল ইসলাম হিমেল ও মো. সিনান মোর্শেদ।

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

স্বপ্ন যাদের সাংবাদিকতা: সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে অনেকেরই। সেই হাতেখড়িটা শিক্ষার্থীরা করতে পারেন ক্যাম্পাস সাংবাদিকতার মাধ্যমে। আর বলা হয়ে থাকে সাংবাদিকতা শিক্ষার প্রাণ ক্যাম্পাস সাংবাদিকতা। তিতুমীর কলেজে সাংবাদিকতা শেখার সুযোগ করে দিচ্ছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি। সংগঠনটি নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা। আগ্রহী শিক্ষার্থীদের জন্য করা হয়েছে রেজিস্ট্রেশন বুথ। এটি সংগঠনটি নিজস্ব কার্যালয়ের সামনেই অবস্থিত। কর্মশালায় উচ্চারণ ও উপস্থাপনা, বেসিক জার্নালিজম, ক্যাম্পাস রিপোর্টিং, ফিচার রাইটিং, মোবাইল জার্নালিজম ও ফটোগ্রাফিসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এতে টেলিভিশন সাংবাদিকতা ও রেডিও জকিং সম্পর্কেও ধারণা দেওয়া হবে।

বাঁধন

তিতুমীর কলেজে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন। স্বেচ্ছাসেবায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় মঞ্চ। সংগঠনটি রক্ত সংগ্রহ ছাড়াও বিভিন্ন সময় রক্তের গ্রুপ নির্ণয় ও নানা সামাজিক কার্যক্রমের আয়োজন করে।

জিটিসিএলসি

প্রথম বর্ষ থেকে ইংরেজিতে নিজে দক্ষ বানিয়ে নিতে চাইলে নবীন শিক্ষার্থী যেতে পারেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে। ইংরেজি শেখা কিংবা চর্চা করতে ক্লাবের অনলাইন ও অফলাইন মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। প্রতি সপ্তাহে সোমবার ও বুধবার অফলাইন সেশন অনুষ্ঠিত হয়। রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং এই চারটি মডিউলের ওপর সেশন পরিচালিত হয়। প্রতিবছর বিভিন্ন ইভেন্ট ও আন্তঃপ্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকে।

তিতুমীর আর্ট ক্লাব

আপনি কি চিত্রশিল্পী হতে চান? রঙ তুলিতে আঁকতে চান আপনার অন্তঃদৃষ্টির গল্পগুলো? তিতুমীর কলেজের শিক্ষার্থী হলে আপনার জন্য রয়েছে তিতুমীর আর্ট ক্লাব। চিত্রশিল্পের অনেক প্রাথমিক শিক্ষা পেতে পারেন আর্ট ক্লাবের হাত ধরে। এখানে ট্রেডিশনাল আর্ট, ডিজিটাল আর্ট ও ক্রাফট শেখানো হয়। প্রতিবছর আর্ট প্রদর্শন করতে জাতীয় পর্যায়ের বিভিন্ন আয়োজন করা হয়।

তিতুমীর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্লাব

ঘুরতে যাবেন? পাচ্ছেন না মনের মতো ভ্রমণপিপাসু সঙ্গী? তবে যুক্ত হতে পারেন তিতুমীর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্লাবে। এটি একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। শিক্ষার্থীরা ভ্রমণ ব্যবস্থাপনা, গাইডিং ও নেতৃত্ব বিকাশে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। ক্লাবের উদ্যোগে দেশের বিভিন্ন পর্যটনস্থানে শিক্ষামূলক ট্যুর ও ট্রেনিং ক্যাম্প আয়োজন করা হয়। বাংলাদেশসহ বিদেশের ট্যুরিজম সেক্টরে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরিতে ক্লাবটি সহায়তা করে। এছাড়া সেমিনার, ওয়ার্কশপ ও ট্রাভেল ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে সংগঠনটি।

সরকারি তিতুমীর কলেজ রিসার্চ ক্লাব

গবেষণায় ক্যারিয়ার গড়তে চাইলে যুক্ত হতে পারেন সরকারি তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবে। এই ক্লাবে গবেষণার বেসিক থেকে রিসার্চ পেপার প্রকাশ পর্যন্ত ধাপে ধাপে শেখানো হয়। এই ক্লাবের উদ্যোগে ক্যাম্পাসের শিক্ষক ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গবেষকগণ ধারা সেশন পরিচালনা করেন। মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা সব বিভাগের শিক্ষার্থীদের জন্য এই ক্লাব উন্মুক্ত। উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য রিসার্চ ক্লাবটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

তিতুমীর কলেজ আইটি সোসাইটি

প্রযুক্তির এই যুগে যদি কাজ করতে চান প্রযুক্তিখাতে, তবে আপনার জন্য সবচেয়ে উপযোগী সংগঠন হবে তিতুমীর কলেজ আইটি সোসাইটি। একদল তরুণ মেধাবী শিক্ষার্থীর ধারা পরিচালিত হয় সরকার অনুমোদিত এই ক্লাবটি। এই ক্লাবের সদস্য হলে শিক্ষার্থীরা কম্পিউটার প্রযুক্তিতে বেসিক জ্ঞানসহ বিভিন্ন আইটি স্কিল সম্পর্কে ধারণা পান। গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি সহ নানা বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। সেশনগুলো সাধারণত কলেজের ল্যাব ক্লাস বা বাইরের আইটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। এই সোসাইটি শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সরকারি তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাব

ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় থাকা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহযোগিতা করার জন্য রয়েছে সরকারি তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাব। এই ক্লাবে সদস্যরা ক্যারিয়ার কাউন্সেলিং ও স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পান। বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় গাইডলাইনও এখানে প্রদান করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআর ও এডমিনদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে ক্যারিয়ার সম্পর্কে বাস্তব ধারণা মেলে।

তিতুমীর ফুটবল ক্লাব

তিতুমীর ফুটবল ক্লাব শিক্ষার্থীদের ফুটবল চর্চায় সক্রিয় রাখে। সপ্তাহে পাঁচ দিন সকাল ছয়টা থেকে ক্লাস শুরুর আগে নিয়মিত প্র্যাকটিস হয় কলেজ মাঠে। ক্লাবটির নিজস্ব কোচের তত্ত্বাবধানে খেলোয়াড়রা তাদের ফুটবল দক্ষতা উন্নয়ন করতে পারেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভালো মানের ফুটবল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

আন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস ক্লাব

আন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস ক্লাব শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে। বিজনেস আইডিয়া থাকলে কীভাবে ইনভেস্ট ও ফান্ড সংগ্রহ করতে হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন স্কিল উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়। এই ক্লাব শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক জ্ঞান অর্জনে সহায়তা করছে।

তিতুমীর নাট্যদল

থিয়েটার করতে চান? নাটকে অভিনয় করতে আগ্রহী? তাহলে আপনার জন্য রয়েছে তিতুমীর নাট্যদল। থিয়েটার কর্মীরা নিজেদের নাটক নিয়ে ইতোমধ্যেই জয়ী হয়েছেন ক্যাম্পাসের বাইরের একাধিক পুরস্কারে। প্রতিবছর বিভিন্ন আয়োজনে নিজস্ব পরিবেশনাসহ গান, নাচ প্রদর্শনী ছাড়াও সংগঠনটি পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজন করে আলাদা সুখ্যাতি পেয়েছে।

শুদ্ধস্বর কবিতা মঞ্চ

কবিতা মঞ্চ হলেও এই সংগঠন থেকে চর্চিত হয় গান, নাচ, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম। ক্যাম্পাসে নিজস্ব আয়োজনসহ বিভিন্ন সময় নানা আয়োজনে অংশ নিতে দেখা যায় এই সংগঠনের কর্মীদের। এই সংগঠনেরও রয়েছে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক মঞ্চে আলাদা অবস্থান।

সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব

সরকারি তিতুমীর কলেজের অন্যতম জনপ্রিয় সংগঠন সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব। জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় এই সংগঠনের ঝুড়িতে রয়েছে একাধিক কাপ। হঠাৎ ক্যাম্পাসে যদি দেখেন চলছে ভীষণ তর্ক-বিতর্ক, তবে আতঙ্কিত হবেন না; দেখবেন হয়তো চলছে সংগঠনটির সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। খানিক দাঁড়িয়ে শুনলে বিতর্কিকদের মুখে জাতীয়, আন্তর্জাতিক রাজনীতি কিংবা সমসাময়িক ঘটনার নানা বর্ণনা পাবেন।

সরকারি তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব

যাদের হাতে ক্যামেরার নৈপুণ্য ফুটে উঠে তাদের জন্য রয়েছে তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব। ওয়ার্ড লাইফ ফটোগ্রাফিসহ বিভিন্ন বিষয়ভিত্তিক ফটোগ্রাফিতে দক্ষতা অর্জন করতে যুক্ত হতে পারেন এই ক্লাবে। কলেজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ক্লাব কর্মীদের সক্রিয় অবস্থান দেখা যায়।

এছাড়াও ক্যাম্পাসে রয়েছে বাংলাদেশ রোভার স্কাউট, বিএনসিসি প্লাটুন, রেড ক্রিসেন্টসহ বিভাগভিত্তিক নানা সংগঠন। এছাড়াও রয়েছে জেলাভিত্তিক আঞ্চলিক নানা সংগঠন। সংগঠনভিত্তিক স্কিল ছাড়াও এই সংগঠনগুলো শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, কমিউনিকেশন স্কিলসহ নানা বিষয় উন্নয়নে সহায়তা করে।