ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে স্বাস্থ্যের কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তিনি।

এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে। কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

আবা/এসআর/২৪

হাসপাতাল,খালেদা জিয়া,বাসা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত