অনলাইন সংস্করণ
১৪:৫০, ১০ মার্চ, ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয়, কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেওয়ারও চেষ্টা করে।
সোমবার (১০ মার্চ) রাজধানীর নয়াপল্টনে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, এখন কোনো কন্যাশিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই।
তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে। ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি-এসপি অফিসে তদবির-তদারকি নয়। ছাত্রদের কথামতো চললে, কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে?
এসময় দ্রুত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।