জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:২০ | অনলাইন সংস্করণ

সংস্কারের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাবেক স্পিকার বিএনপি স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবেন।
এই বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া চলছে। বিএনপিও অনেক আগে থেকেই সংস্কারের কথা বলছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও এ বিষয়ে বৈঠকও হচ্ছে। বিএনপি সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট মতামত দিয়েছে। ঐকমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবারও বৈঠক রয়েছে। আশা করছি এই বৈঠক ফলপ্রসূ হবে।
আবা/এসআর/২৫