ইলিয়াস কাঞ্চন-শওকত মাহমুদের নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১২:২৮ | অনলাইন সংস্করণ

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে নতুন এই দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করা এ দলের চেয়ারম্যান হলেন ইলিয়াস কাঞ্চন নিজেই। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।

দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

এছাড়া দলটির ভাইস চেয়ারম্যান হয়েছেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন।