সাম্য হত্যার প্রতিবাদ
শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্রদলের অবরোধ
প্রকাশ : ২২ মে ২০২৫, ১৫:০২ | অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজধানীর শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।
বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী সকাল থেকেই শাহবাগে জড়ো হন এবং টানা বৃষ্টির মধ্যেও তারা শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। ফলে এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “আমরা এখনো এই হত্যাকাণ্ডের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।”
তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলবে।
এর আগে, গতকাল বুধবার ছাত্রদলের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় যে, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই দাবিতে বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয় একদল ছাত্রদল কর্মী।
ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্য হত্যার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।