গায়েবি মামলা দিয়ে নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবি রিজভীর
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১৫:৩০ | অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা গায়েবি মামলা দিয়ে নির্যাতন করেছে, তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৮ জুন) সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ দাবি করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, এখনও গণতন্ত্রকে শক্তিশালী করার সংগ্রাম শেষ হয়নি।
বিএনপির এ নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কারও প্রশ্ন থাকলে তা আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে।
এসময় তিনি নির্বাচন নিয়ে সরকারের দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন।