আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করলেই চূড়ান্ত মুক্তি মিলবে: মির্জা ফখরুল

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২১:১৩ | অনলাইন সংস্করণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আপাতত ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। তবে এই মুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব।’

শুক্রবার (১ আগস্ট) বিকেলে উত্তরা আজমপুরে বিএনপির উত্তর মহানগরের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ও শহীদ স্মরণে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘যারা ব্যাংক লুট করে, চাঁদাবাজি করে, মানুষের সম্পত্তি দখল করে—তাদের বিরুদ্ধে কোনো আপস নয়। আমরা তাদের কোনোভাবেই মেনে নেব না।’

তিনি বলেন, ‘যেমনটি জনগণ একসময় খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছিল, এখন তারা তারেক রহমানের ওপর সেই আস্থা রাখছে। আমরা অপেক্ষা করছি, তিনি কবে দেশে ফিরে নেতৃত্ব দেবেন।’

তারেক রহমানের ‘নতুন বাংলাদেশ’ গড়ার পরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সবার ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করে প্রান্তিক মানুষের জন্য ‘ফার্মার্স কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।’

যুক্তরাষ্ট্রের ট্যারিফ বিষয়ে ফখরুল বলেন, ‘আমাদের রপ্তানি পণ্যে ৩৫% হারে ট্যাক্স বসানো হয়েছিল, যা পরে আলোচনার মাধ্যমে ২০%-এ নামিয়ে আনা হয়েছে। এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই।’

তিনি জানান, শহীদদের তালিকা ও পুনর্বাসন প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হলেও সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সংস্কার কমিশনের বৈঠক শেষ হয়েছে, পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই প্রকাশ পাবে বলে জানান তিনি।

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমার সমস্যা হলে এখন কার কাছে যাব? কোনো এমপি নেই। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি পার্লামেন্ট দরকার।’

শহীদদের পরিবারের প্রতি সহমর্মতা জানিয়ে তিনি বলেন, ‘এক বছর আগে আজকের দিনে উত্তরা উত্তাল ছিল। সেই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের পরিবারের কষ্ট ও ত্যাগ আমরা ভুলিনি।’

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক এবিএমএ আবদুর রাজ্জাক।

এছাড়া বিএনপি, যুবদল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।