কথামালার রাজনীতি মানুষ আর চায় না : তারেক রহমান

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২২:২৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থায় থাকুন, জনগণকে আস্থায় রাখুন। তাদের আস্থার প্রতিদান দিন। কারণ যে নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করতে পারে, সেই-ই প্রকৃত নেতা। আর জনগণের সহায়তা ছাড়া নেতৃত্ব দেয়া সম্ভব নয়। মানুষ এখন কথামালায় নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। কথামালার রাজনীতি মানুষ আর চায় না।

সোমবার (০৪আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী যুব দলের এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথা বলেন। 

তারেক রহমান বলেন, ‘আমরা মনে করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা যত দ্রুত তার সাথে সম্ভব আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব।’

তারেক রহমান বলেন, আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি। দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এটিই হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। তবে সারাদেশে জনগণের কাছে বিএনপির পরিকল্পনাগুলো পৌঁছিয়ে দিতে হবে। আপনি যে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন দেশনেত্রী খালেদা জিয়াকে যে নেত্রী হিসেবে মেনে নিয়েছেন আপনাদের সকলের দায়িত্ব আমাদের এই পরিকল্পনাগুলো জনগণের সামনে তুলে জনগণের কাছে নিয়ে যাবেন।

 

আবা/এসআর/২৫