ডাকসুতে বাগছাসের প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৭:২৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে লড়বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। তবে এই প্যানেল থেকে কে কোন পদে নির্বাচন করবেন সেটি ঘোষণা করা হয়নি। 

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের এ তথ্য জানান বাগছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান।

এসময় বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।