ডাকসু নির্বাচন

মনোনয়নপত্র জমায় সবার আগে শিবির নেতৃত্বাধীন প্যানেল

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৭:৪৩ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেলগুলোর মধ্যে সবার আগে মনোনয়ন ফরম জমা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নওয়াব নবাব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস কার্যালয়ে মনোনয়ন জমা দেন জোটের প্রার্থীরা।

মনোনয়ন জমা শেষে ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ সাংবাদিকদের বলেন, আমরা ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং আজকে জমা দিয়েছি। ছাত্রশিবিরের প্যানেল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষার্থীরা এই প্যানেলের প্রশংসা করছে এবং তারা এটিকে ভালোভাবে নিয়েছে।