সংস্কার ও নিরপেক্ষতা নিশ্চিত না হলে নির্বাচন নয়: আখতার
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২০:৪২ | অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংবিধান সংশোধনের জন্য আগে গণপরিষদ নির্বাচন করার দাবি জানিয়েছে। দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, সংবিধান সংশোধনের জন্য গণপরিষদ নির্বাচন জরুরি। এ বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, দেশের সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের প্রয়োজন, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। খুব অল্প সময়েই তারা সারাদেশে বিস্তৃতি লাভ করেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য সরকার যে সময়সীমা দিয়েছে, তা মেনে চলা সম্ভব। তবে তার আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, বিচারকে দৃশ্যমান করা, মাঠ পর্যায়ে নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকার যত দ্রুত এসব করবে, তত দ্রুত নির্বাচন করা সম্ভব হবে। অন্যথায় নয়।
আখতার হোসেন মনে করেন, জনগণের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে নতুন সংবিধানের প্রয়োজন তৈরি হয়েছে। এজন্য সরকার গণপরিষদ নির্বাচনের উদ্যোগ নিলে এনসিপি তাকে সাধুবাদ জানাবে।
দিনভর তিনি চর গোনাই, হারাগাছ, সারাই ও পীরগাছার দেউতিসহ বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
