পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সুষ্ঠুতা নিশ্চিত হবে: ডা. তাহের

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৬:০১ | অনলাইন সংস্করণ

জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেছেন, অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে স্বৈরাচার তৈরি হবে না।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা নৈতিকভাবে পিআর পদ্ধতি মেনে নিতে বাধ্য। ইতোমধ্যে সুজনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মানুষ পিআর চাচ্ছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেটি হবে সুষ্ঠু ও স্বচ্ছ।

তিনি আরও বলেন, সংস্কার নিয়ে গড়িমসি হলে নির্বাচনের ব্যাপারে মানুষের মনে সংশয় তৈরি হবে। অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তুলতে হবে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট দিয়েছিলেন, তখন কিন্তু সংসদ ছিল না। শহীদ জিয়ার দলকে বলবো, তিনি যেভাবে ভোট ও সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন, সেটিকে অনুসরণ করে আগামী নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা সদর-৬ আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলার সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেলসহ দলের অন্যান্য নেতারা।