নুর ইস্যুতে ঢামেকে গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ | অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা নিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, নুরের ওপর হামলার বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে চারপাশের সড়ক বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পল্টন থানার ওসি মাহমুদুল হক জানিয়েছেন, তারা রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করছিলেন, যার ফলে পুরো মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত ৩০ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। 

ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পর সেদিন রাতেই দলটি মশাল মিছিলের ডাক দেয়। কর্মসূচি শেষে বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।