নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৩ | অনলাইন সংস্করণ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এসময় নুরের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মির্জা আব্বাস।
বিএনপি নেতা মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় তাদের থেকে তিনি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
