প্রশাসনে প্রেতাত্মা ঢুকাচ্ছে পতিত ফ্যাসিস্টরা: ফারুক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১ | অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, পতিত ফ্যাসিস্টরা প্রশাসনে ‘প্রেতাত্মা’ ঢুকাচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের, কিন্তু কিছু গোষ্ঠী সচিবালয় ও কলকাতা থেকে গুপ্তচরবৃত্তি করে প্রশাসনের ভেতরে প্রেতাত্মা ঢুকিয়ে দিচ্ছে। এর মাধ্যমে আগামী নির্বাচন বানচালের চেষ্টা চলছে। এদের তালিকা প্রকাশ করে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে।

সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিকশিত ফাউন্ডেশন, বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘কেউ কেউ রাজনৈতিক ভোল পাল্টাচ্ছে, কেউ কেউ ২০ দলীয় জোট করছেন নির্বাচনের বিরুদ্ধে যাওয়ার জন্য। আমি বলব, করে দেখেন না একবার—প্রমাণ করুন মানুষ ভোট চায় না কি চায়।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারুক বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি যে ওয়াসিমের রক্তে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, তার ওপর আস্থা রেখে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ছাত্রদলকে ডাকসু নির্বাচনে বিজয়ী করতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন এইচ এম সাইফ আলী খান প্রমুখ।