জাকসু নির্বাচন
ভোট দিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ | অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের শেখ সাদী বলেন, দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে। এই ভোট নিয়ে জেন-জি ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কিন্তু গতকাল রাত থেকে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগের গুপ্ত প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। ভোট গণনার যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট একটা কোম্পানি থেকে আনা হয়েছে। আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।
এক প্রশ্নের জবাবে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। ডাকসু নির্বাচনেও তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে না।
অতিরিক্ত ১০ শতাংশ ব্যালট ছাপানোর বিষয়ে শেখ সাদী বলেন, প্রশাসন কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দিতে এটি করা হয়েছে। কোনো ধরনের অসঙ্গতি লক্ষ্য করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে। দেশের স্বার্থে শিক্ষার্থীরা ছাত্রদলকে বেছে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ছাত্রদল প্যানেলে আরও যেসব প্রার্থী রয়েছেন–
ছাত্রদল প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন তানজিলা হোসাইন বৈশাখী। সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে রয়েছেন সাজ্জাদুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (নারী) পদে আঞ্জুমান আরা ইকরা। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খাঁন এবং সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন আবিদুর রহমান। সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পারভেজ হাসান নিশান।
নাট্য সম্পাদক পদে রয়েছেন আমিনুল ইসলাম, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) শাকিল সর্দার এবং (নারী) কাজী মৌসুমী আফরোজ। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন উজ্জ্বল হাসান। সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) রুহুল আমিন সুইট এবং (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু।
এছাড়া পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মমিনুল ইসলাম।
কার্যকরী সদস্য পদে নারীদের মধ্যে রয়েছেন– সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা ও শায়লা সাবরীন নিঝুম। পুরুষ কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন– হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ও এএম রাফিদুল্লাহ।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী লড়াই করবেন।
বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি হল ছাত্রীদের জন্য এবং ১১টি হল ছাত্রদের জন্য নির্ধারিত। প্রতিটি ভোটকেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে টিক চিহ্ন দিয়ে তাদের ভোট প্রদান করবেন।
