জাকসু নির্বাচনে এবার ভোট বর্জনের ঘোষণা সংশপ্তক পর্ষদের
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬ | অনলাইন সংস্করণ

ছাত্রদল প্যানেলের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং ছাত্র শিবিরের সঙ্গে প্রশাসনের সহমতের কারণে তারা ভোট বর্জনের সিদ্ধান্ত নেয়।
সংশপ্তক পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। শহীদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও কেন্দ্রের ব্যালট সংখ্যা ছিল ৪০০টি।
এছাড়া ভোটার তালিকায় ছবি যুক্ত না থাকায় যেকেউ ভোট দিতে পারছে। রফিক-জব্বার হলে এবং অন্যান্য কেন্দ্রে বিভিন্ন সংগঠনের বহিরাগতদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পর্ষদ বিবৃতিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, আসুন সকল ভেদাভেদ ভুলে এই অনিয়ম ও ভোট জালিয়াতির চক্রান্তকে একত্রিত হয়ে প্রতিহত করি।
ভোটবর্জনের মধ্যেও প্যানেলের পক্ষ থেকে জিএস পদে জাহিদুল ইসলাম ঈমন, এজিএস-নারী পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস প্রার্থী হয়েছেন।
এর আগে, বিকেল ৪টার দিকে ছাত্রদল সমর্থিত প্যানেলও কারচুপিসহ নানা অভিযোগ তুলে ভোট বর্জন করে। এছাড়া ছাত্র ইউনিয়ন সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল নির্বাচনে অনাস্থা জানায়।
