জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থী ৩ শিক্ষক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২ | অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের সব দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থী তিন শিক্ষক।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সরে দাঁড়ানো তিন শিক্ষক হলেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা ও নাহরিন ইসলাম খান।
এর মধ্যে, অধ্যাপক নজরুল ইসলাম কেন্দ্রীয়ভাবে পুরো নির্বাচনী কার্যক্রম মনিটরিং করছিলেন। অপর দুইজন পর্যায়ভিত্তিক ভোট মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন।
এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে নানা অনিয়ম ও অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
