সেই ঘটনার জন্য শিক্ষককে ‘সরি’ বললেন ছাত্রদল নেতা হামিম

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫ | অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামিম নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করলেও ভোটের দিনের একটি ঘটনার কারণে আলোচনায় আসেন তিনি। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির সঙ্গে তার বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে সমালোচনা শুরু হয়।

ঘটনার পর বৃহস্পতিবার রাতে ‘ফেস দ্য পিপল’ নামে একটি ইউটিউব চ্যানেলে আলোচনায় অংশ নেন হামিম ও মোনামি। ওই আলোচনায় শিক্ষকের সঙ্গে আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন হামিম। পরে ভিডিওটি নিজের ফেসবুকেও শেয়ার করেন তিনি।

হামিম বলেন, ‘ম্যাম তখন প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন। আমি তার সঙ্গে প্রশাসক হিসেবে কথা বলেছি, শিক্ষক হিসেবে নয়। তবুও তিনি আমার শিক্ষক। আমি ছাত্র হিসেবে উত্তেজিত হয়ে এভাবে কথা বলাটা ঠিক হয়নি। এজন্য আমি সবসময় দুঃখবোধ করেছি। শেষ পর্যন্ত তিনি আমার শিক্ষক, তাই এভাবে করা উচিৎ হয়নি।’

তিনি আরও জানান, ঘটনাটি ব্যক্তিগত কোনো ইস্যু থেকে ঘটেনি। নির্বাচনের দিন সকাল থেকে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় সামগ্রিক প্রতিবাদের অংশ হিসেবেই তিনি কথা বলেন। তার দাবি, মোনামির বিরুদ্ধে এককভাবে কোনো পক্ষপাতের অভিযোগ তোলা হয়নি।

এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মোনামিকে নিয়ে কটূক্তি ও রাজনৈতিক ট্যাগ দিয়ে প্রচার করা হচ্ছে। এ প্রসঙ্গে হামিম বলেন, ‘ম্যাম আপনাকে নিয়ে যারা আজেবাজে কথা লিখেছে তাদের কারো যদি সাংগঠনিক পরিচয় থাকে, প্রমাণ দিলে আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থাও নেব।’