কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি : ফখরুল
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।
সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে করা আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলেছি, পিআরের ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। কারণ, আমরা মনে করি বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই।
জাতিসংঘ সফর নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘ সফর নিয়ে ফরেন মিনিস্ট্রি ও ড. ইউনূসের সঙ্গে এখনো কথা হয়নি। সেখানে কী ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনো। তবে দেশের সম্পর্কে, গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয় প্রাধান্য পাবে।’
তিনি বলেন, ‘দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিজেদেরই নিতে হবে, সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় হতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে, এবারও নেবে। বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই।’
বিএনপি মহাসচিব বলেন, এভাবে রাজপথে এলেই সমাধান হবে? আমরা এখন পর্যন্ত বড় রাজনৈতিক দল তাতে কোনো সন্দেহ নেই। পট পরিবর্তনের পর আমরা কিন্তু কোনো ইস্যুতেই রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সব কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।
আবা/এসআর/২৫
