‘শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে’
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬ | অনলাইন সংস্করণ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছেন। এর মাধ্যমে তিনি চোরাগুপ্তাভাবে দেশে ফেরার চেষ্টা করছেন বলেও দাবি করেন দুদু। তবে তার মতে, এসব ষড়যন্ত্র সফল হবে না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক এক সমাবেশে দুদু এসব কথা বলেন।
তিনি বলেন, দেশকে নির্বাচনের পথে নিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে, পরিস্থিতিও স্বাভাবিক হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পাবে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন এখন সবচেয়ে বড় প্রয়োজন। গত ১৬-১৭ বছরে আন্দোলন-সংগ্রামে বহু তরুণ প্রাণ হারিয়েছে, লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে, অনেকে নির্বাসিত জীবনযাপন করছেন।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা গত ১৬ বছর জোর করে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন। বিরোধী দলের কথা শুনলে আজ তাকে লজ্জাজনকভাবে পালাতে হতো না। ব্যাংকে কোনো টাকা নেই, সব টাকা শেখ হাসিনার লোকেরা পাচার করেছেন।
দুদু হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আবার নির্বাচন বানচালের ষড়যন্ত্র হয়, তাহলে জনগণ সম্মিলিতভাবে তা প্রতিহত করবে।
