আ. লীগকে রক্ষা করার চেষ্টা জনগণ রুখে দেবে: ড. মাসুদ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করলেও জনগণ তা প্রতিহত করবে।
তিনি বলেন, জনগণ কখনো আওয়ামী লীগকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেবে না। আওয়ামী লীগ ১৫ বছরের দুর্নীতির টাকা নিয়ে বিদেশে পালিয়ে দেশে সন্ত্রাসী পাঠিয়ে রাজপথ দখলের স্বপ্ন দেখছে, যা জনগণ পূর্ণ করতে দেবে না।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে বায়তুল মোকাররম উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশে ড. মাসুদ এসব কথা বলেন।
তিনি বলেন, প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে জনগণ আইনের বাইরে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারে এবং তখন আওয়ামী লীগের পরিণতি ভয়াবহ হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে সব গণহত্যার বিচার নিশ্চিত করে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ মিশনে নেতাদের ওপর আক্রমণসহ সাম্প্রতিক রাজনৈতিক হেনস্থার ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগের শরিক ১৪ দল এবং তাদের নেতাদের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সংকটাপন্ন।
তিনি বলেন, গণহত্যার বিচারের মাধ্যমে জাতীয় নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করা প্রয়োজন। তিনি সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানান।
