নির্বাচনকে সামনে রেখে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে : সিইসি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১ | অনলাইন সংস্করণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দৃশ্য ও অদৃশ্য বহু ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বাইরে থেকে এসব চ্যালেঞ্জের পূর্ণ রূপ বোঝা সম্ভব নয়, তবে কমিশন সেগুলো মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে।’

 

তিনি বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং এর পথে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে। তবে আমি সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি। নেগেটিভ কোনো চিন্তাভাবনা আমার মধ্যে নেই এবং আমি কোনো কিছু নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে চাই না।’

 

 

আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘এ নির্বাচন একটি বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। তাই আমাদেরকেও বিশেষভাবে এটি মোকাবেলা করতে হবে। বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেই নির্বাচনকে এগিয়ে নিতে হবে।’

তিনি সম্প্রতি কানাডায় ভ্রমণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘সেখানে প্রবাসীদের মধ্যে নির্বাচনী উৎসাহ চোখে পড়ার মতো ছিল। ভোট দেয়ার প্রতি তাদের আগ্রহ অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টে যে শপথ নিয়েছি, সেটি আজ আপনাদের কাছে হাওলা করে দিলাম। এই শপথ রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে সেটি নির্ভর করবে আপনাদের ওপর। আপনারা যদি আপনাদের শপথ রক্ষা করেন, তাহলে আমরাও আমাদের শপথ রক্ষা করতে পারব।’