নিজস্ব নিয়ম মেনে শাপলা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২০:৩২ | অনলাইন সংস্করণ

নিজস্ব নিয়ম-কানুন মেনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবিকৃত ‘শাপলা’ প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি আবদুর রহমানেল মাসউদ। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মন্তব্য ঘিরে আলোচনার মধ্যে ঢাকা মেইলকে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শাপলা প্রতীক যদি এনসিপিকে দেওয়া হয়, তবে নাগরিক ঐক্য কোনো মামলা করবে না বা কোনো দাবি রাখবে না।
মান্নার এমন মন্তব্যের প্রেক্ষিত কমিশন শাপলা প্রতীকের বিষয়ে পুনরায় বিবেচনা করবে কি না- জানতে চাইলে ইসি আবদুর রহমানেল মাসউদ ঢাকা মেইলকে বলেন, কে চাইলো, কে চাইলো না-এটা তো প্রশ্ন না। কেউ যদি বলে দিয়ে দেন বা আমাদের কোনো আপত্তি নেই-এমন বিষয় তো হওয়ার কথা না। কারণ এটা কমিশনের সিদ্ধান্ত। কিন্তু কেউ বলবে দিয়ে দেন, আর কেউ বলবে দিয়েন না, এটা আমার মনে হয় কমিশনের কাছে বিবেচনার বিষয় হবে না। বিবেচনার বিষয়গুলো বিবেচনা করে যদি কমিশন মনে করে দেবে, না হয় দেবে না।’
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজস্ব নিয়ম-কানুনে যে সমস্ত ফ্যাক্টর কাজ করে, সেগুলো নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি শাপলা প্রতীক পায়, তাহলে এ নিয়ে কোনো মামলা করব না।
এর পরপরই জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেইজে ওই পোস্ট শেয়ার করে বলা হয়েছে অবশেষ এনসিপির শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক কোনো বাধাই অবশিষ্ট রইলো না।
