সনদে সইয়ের আগে চূড়ান্ত কপি দেখতে চায় বিএনপি–জামায়াত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২১:৩৪ | অনলাইন সংস্করণ

চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর (শুক্রবার)। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে আনুষ্ঠানিকভাবে এই সনদে স্বাক্ষর করবেন অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।
সনদ বাস্তবায়নের পদ্ধতি ও গণভোটের সময়সূচি নিয়ে এখনও কিছু মতপার্থক্য থাকলেও সইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলোর পক্ষ থেকে সইকারীদের নামও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
তবে একাধিক নেতা জানিয়েছেন, চূড়ান্ত কপি হাতে পাওয়ার পরই তারা সইয়ের বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন।
বিএনপির পক্ষ থেকে জুলাই সনদে স্বাক্ষর করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সূত্র জানায়, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির প্রতিনিধিত্ব করেছেন সালাহউদ্দিন আহমদ। আর রাজপথের আন্দোলন ও সাংগঠনিক বিষয়গুলোতে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া মহাসচিব ফখরুলকেই স্বাক্ষরের জন্য মনোনীত করেছে স্থায়ী কমিটি।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনদে স্বাক্ষর করবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাহের এতদিন ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের নেতৃত্ব দিয়েছেন, আর দলীয় অবস্থান অনুযায়ী সেক্রেটারি জেনারেল হিসেবে স্বাক্ষর করবেন পরওয়ার।
জামায়াত সূত্র বলছে, আগের ‘জুলাই ঘোষণাপত্রে’ নিজেদের কিছু দাবি উপেক্ষিত হওয়ায় এবার তারা অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছে।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি বলেন, “জুলাই সনদে কীভাবে ঐকমত্য ও ভিন্নমতগুলো স্থান পাচ্ছে, গণভোটের রূপ ও সময় কীভাবে নির্ধারিত হচ্ছে—এসব বিষয় জানার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
