নভেম্বরেই গণভোট হতে হবে : তাহের
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২৩:৩৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

নভেম্বরেই গণভোট হতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি শুরু থেকে গণভোটে দ্বিমত পোষণ করেছিল। তবে শেষ পর্যন্ত তারা একমত হয়েছে। এ জন্য জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে ধন্যবাদ। নির্বাচনের আগেই জনগণের থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে।
তিনি বলেন, নির্বাচনের দিনে গণভোট হলে, আবার কি উচ্চকক্ষের জন্য ভোট হবে? এটা সন্তান জন্মের আগেই কাপড়চোপড় কেনার মতো অবস্থা। উচ্চকক্ষের জন্য আগে ভোট কীভাবে হবে? এতে সাংবিধানিক সংকট হতে পারে।
গণভোট নিয়ে শঙ্কা জানিয়ে জামায়াত নেতা তাহের বলেন, গণভোট একইদিন হলে বিএনপি মরিয়া হয়ে চাইবে ভোট বাড়াতে। নির্বাচনের দিন প্রার্থী এবং ভোটারদের মাথা ঠিক থাকে না। সে সময় গণভোটে ভোট কম পড়বে।
জুলাই সনদে স্বাক্ষর বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, একদিন বাকি আছে, ওইদিনই দেখা যাবে স্বাক্ষর করবো কি না। তবে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখি না। স্বাক্ষর অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। আশাকরি আমরা উপস্থিত হবো।
এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আবা/এসআর/২৫
