বাবা হলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২০:৫৯ | অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক পুত্রসন্তানের বাবা হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী পুত্রসন্তানের জন্ম দেন।
গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল আমিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মা ও নবজাতক দুজনই সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
হাসনাত আব্দুল্লাহ এবং তার স্ত্রী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০১৬–১৭ শিক্ষাবর্ষে তিনি ইংরেজি বিভাগে ভর্তি হন এবং সেখান থেকেই পড়াশোনা শেষ করেন।
গত জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে হাসনাত নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে বিভিন্ন বক্তব্য ও বিবৃতির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান।
