শুক্রবার বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২৩:৩৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সময়ের আলোকে এ তথ্য জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য।

তিনি বলেন, ম্যাডামের শরীর দুর্বলতার কারণে দ্রুত পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। কেন দুর্বলতা অনুভব করছিলেন, তার কারণ খুঁজতে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। বলা যায় রুটিন চেক-আপ। আলহামদুলিল্লাহ, সবগুলোর রিপোর্টই বেশ ভালো আসছে। শুক্রবারই ম্যাডাম বাসায় ফিরতে পারবেন বলে আশা করছি। আর চিকিৎসা আগের মতোই বাসা থেকে চলবে। ফলোআপ চিকিৎসার জন্য কি খালেদা জিয়া আবারও লন্ডনে যাবেন? জবাবে এই চিকিৎসক বলেন, না এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

বুধবার গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাত ১১টা ৪৫ মিনিটে রওয়ানা হয়ে রাত ১২টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছান বেগম খালেদা জিয়া। এরপর তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়।

রাত একটার দিকে হাসপাতালে সামনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আরও দুই একদিন রাখা হতে পারে। উনি এখন যে পরিস্থিতিতে আছেন আমরা আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো একদিন দুইদিনের মধ্যেই উনাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে।

 

আবা/এসআর/২৫