ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে সাড়া দেবে এনসিপি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৬:১৩ | অনলাইন সংস্করণ

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল (শুক্রবার) স্বাক্ষরিত হয়েছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিএনপি, জামায়াতে ইসলামী এবং ২৫টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এতে স্বাক্ষর করেন। তবে অনুষ্ঠানে অংশ নেয়নি জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপি বলছে, সনদ স্বাক্ষর ‘কেবলই আনুষ্ঠানিকতা’ এবং এটি জুলাইয়ের সঙ্গে ‘প্রতারণা’। তবে ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেওয়ার কথা জানিয়েছে দলটি।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এনসিপ’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, এটা আমরা আগেও বলেছি, আজও পুনর্ব্যক্ত করছি যদি জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না হয়, এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি। আইনি ভিত্তি ছাড়া এটি হবে একটি গণপ্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন।

এনসিপ’র আহ্বায়ক বলেন, ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই।

প্রতীক ইস্যুতে তিনি বলেন, শাপলাই হবে এনসিপির মার্কা, এই মার্কা নিয়েই তার দল আগামী জাতীয় নির্বাচনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে তবে জাতীয় নাগরিক পার্টি সেটা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। যারা গতকালের অনুষ্ঠানে গেছে তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।