জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল গণফোরাম
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৫:১২ | অনলাইন সংস্করণ

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে গণফোরাম।
রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হয়ে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে সই করেন।
সনদ সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয় বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’।
তবে, সেদিন আয়োজনে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরামের প্রতিনিধিরা। আজ গণফোরামের স্বাক্ষরের মধ্য দিয়ে মোট ২৬ টি রাজনৈতিক দলের সম্মতি এই সনদে অঙ্কিত হলো।
