ফাইল ছেড়ে দিন, প্রধান উপদেষ্টার প্রতি সারজিসের অনুরোধ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৬:১৬ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার সংক্রান্ত বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষর করে দ্রুত ছেড়ে দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলনের একটি ফেসবুক পোস্টের লেখা শেয়ার করে তিনি এই আহ্বান জানান।
ফেসবুকে সারজিস আলম বলেন, ‘‘৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবত প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না। হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন। কিন্তু ফাইল নড়ে না। এরচেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর ওপর।’’
পোস্টের শেষে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন?’
উল্লেখ্য, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল গত ৩০ জুন প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় ১ হাজার ৬৯০ জনকে। তবে তাঁদের মধ্যে ৩৭২ জন ইতোমধ্যে একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন (রিপিট ক্যাডার)।
এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ, সমালোচনা ও বিতর্ক শুরু হলে পিএসসি ‘রিপিট ক্যাডার’-এর জায়গায় মেধাক্রম অনুসারে পরবর্তী প্রার্থীদের সুপারিশ করতে বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয়। তবে প্রশাসনিক জটিলতার কারণে সেই প্রক্রিয়া এখনো ঝুলে আছে।
