বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৩:০৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, ‘হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।’
 
উল্লেখ্য, হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি থেকে সরে এসে বিএনপিতে সক্রিয় হন। দীর্ঘদিন ধরে তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী হিসেবেও কাজ করছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর নির্বাচনি এলাকা (সিলেট-২) থেকে প্রার্থী হতে আগ্রহী হুমায়ুন কবির।