জোটবদ্ধ দলগুলোর প্রতীকের স্বাধীনতা থাকা উচিত: আমির খসরু

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

সোমবার (২৭ অক্টোবর) গুলশানে ইকোনমিক রিফর্ম সামিট শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘জোটবদ্ধ দলগুলো ভোটে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধানটি যৌক্তিক নয়।’ 

তিনি আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনতে পারলে কোনো সংস্কার কাজে আসবে না। দ্বিমত পোষণ করেও পারস্পরিক সম্মানবোধ রাখতে হবে।

রাস্তায় নয় জনগণের রায় নিয়ে সংসদের মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানান বিএনপির এই নেতা।