
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘নির্বাচন কমিশনে অনেক পক্ষের শক্তি জড়িত। রাজনৈতিক দলের বিভক্তিতে নির্বাচন কমিশন কীভাবে নিরপেক্ষ থাকবে, তা নিয়ে সন্দেহ আছে।’
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে বরগুনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সভা শেষে সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কোন নীতিতে অন্য রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন, সেটি তারা স্পষ্ট করেনি। আমাদের শাপলা প্রতীক না দিলে সেটা আইনি প্রক্রিয়ায় ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে।’