বিকেলে সিইসির সাথে এনসিপির বৈঠক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:১৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ (রোববার) বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতনিধি দল।

এদিন বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। 

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

গতকাল শনিবার রাতে এক বার্তায় এসব তথ্য জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন।