লন্ডনে গেছেন সালাহউদ্দিন আহমেদ
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৩:৪৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ লন্ডন গেছেন।
শনিবার (১ নভেম্বর) লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
এদিন সকাল সাড়ে ৮টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
জানা গেছে, জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে লন্ডনে ডেকে পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও কী কারণে তাকে সেখানে ডাকা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
