বিএনপির প্রার্থী তালিকায় নেই রুহুল কবীর রিজভীর নাম

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২১:৪৪ | অনলাইন সংস্করণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত এ তালিকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম নেই। এর আগে আলোচিত আরও কয়েকজন নেতার নাম তালিকায় না থাকায় দলের ভেতরে বেশ আলোচনা সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন। এগুলো হলো ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হবেন বগুড়া–৬ আসনে।

এছাড়া ঠাকুরগাঁও–১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা–১৪ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে 'মায়ের ডাক' প্ল্যাটফর্মের সানজিদা তুলিকে।

তালিকা ঘোষণার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস এবং হাফিজ উদ্দিনসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।