নভেম্বরে না হলেও নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াতের

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৮:২৯ | অনলাইন সংস্করণ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোটের দাবি করে আসছিল জামায়াতে ইসলামী। তবে অবস্থানে কিছুটা পরিবর্তন এনে দলটি জানিয়েছে, নভেম্বরে সম্ভব না হলেও জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোট না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে দলটি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের একটি প্রতিনিধিদল।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। গণভোট জুলাই সনদ আদেশকে শক্তিশালী করবে। গণভোট হলে এটা আদেশে পরিণত হবে। তবে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং ভোটারদের মনোযোগ বিভক্ত হবে। তখন গণভোটে কম ভোট পড়বে।

হামিদুর রহমান আযাদ বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে মানুষ জাতীয় ভোটেই বেশি মনোযোগ দেবে। কারও পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। আগে গণভোট হতে হবে, গণভোট যেন জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলেও তিনি সাংবাদিকদের জানান।